নওগাঁর আত্রাই ৫নং বিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে আবদুল মান্নান মোল্লাকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমসপাড়া ফুটবল মাঠে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ইসরাফিল আলম। সন্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জেলা পরিষদ সদস্য উপজেলা মহিলা লীগ সাবেক সভানেত্রী ফেরদৌসী ইয়াসমিন ডেজি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ এবাদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ,বিশা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা,বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবদুস ছালাম কালু, উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদিক সামছুন্নাহার রনি প্রমূখ।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে সন্মেলনের উদ্বোধন করেন সংসদসদস্য ইসরাফিল আলম।