কলারোয়ায় এক অসহায় নারীর পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা চালাচ্ছে একই গ্রামের দুই প্রতিবেশি। এবিষয়ের প্রতিকার চেয়ে কলারোয়া থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত দীন আলী হাজী দীর্ঘ ৩০ বছর যাবৎ তার ক্রয়কৃত ১৫শতক জমিতে পাকা বসত গৃহ নির্মান করে বসবাস করে আসছেন। তিনি ৩বছর পূর্বে মৃত্যু বরণ করেন। তিনি মারা যাওয়ার পরে ওই বাড়ীতে তার স্ত্রী মাফুদা খাতুন ও তার মেয়ে আছিয়া খাতুন বসবাস করে আসছেন। এরইমধ্যে তার চাচাতো ভাই মিলন আলী শেখ ও সৎ ভাই আতিয়ার রহমান দলবন্ধ হয়ে অবৈধভাবে তাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে দোকান ঘর বানানোর চেষ্টা করছেন বলে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের কাছে এমনটির অভিযোগ করেছেন। এসমনকি তাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও জানানো হয়। তারা অসহায় হওয়ায় আইনের প্রতি শ্রাদ্ধাশীল হয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ করেন।