কলারোয়ার চন্দনপুরে একটি পোষ্ট অফিস উদ্বোধন করেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব অশোক কুমার বিশ^াস। তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃহস্পতিবার সকালে এ পোষ্ট অফিসটির উদ্বোধন করেন। উপজেলার চন্দনপুর ইউনিয়নের বুঝতলা পোষ্ট অফিস উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, উপজেলা সকহারী কমিশনার ভুমি আকতার হোসেন, দক্ষিনাঞ্চল খুলনা জোনের পোষ্ট মাস্টার জেনারেল তরুন কালি সিকদার। ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গীর আলী খান, পোষ্ট অফিস পরিদর্শক অরুন মন্ডল, অধ্যক্ষ মাওলানা আবদুল হাই, বুঝতলা মাদ্রারাসার সভাপতি জুলফিকার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে স্বাগত জানান বুঝতলা পোষ্ট অফিসের আবদুল মাজেদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফর রহান ফারুকী।