বাগেরহাটের চিতলমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা,লুট-পাট ও একই পরিবারের ৪ নারীর উপর মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গ্রামের মনিরুজ্জামান মোল্লার বাড়িতে এ হামলা ও লুট-পাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই নারীদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নির্যাতিত ওই পরিবারের সদস্য শিল্পী আক্তার জানান, বাস্তু ভিটার জায়গা নিয়ে প্রতিবেশি শহিদুল মোল্লার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ পূর্ণ ওই জায়গা থেকে প্রতিপক্ষের লোকজন সুপারি পাড়তে আসে। এ সময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় শিল্পী আক্তার ও তার মা-বোন মিলে প্রতিপক্ষের লোকজনকে বাধা প্রদান করলে শহীদুল মোল্লা তার লাঠিয়াল বাহিনীর১৫/২০জনকে নিয়ে হামলা চালায়। লোহার রড ও হাতুরি দিয়ে তাদের উপর মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দেয় ও তাদের বসত ঘরটি ভাংচুরসহ লুটপাট চালায়। এ ছাড়া ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট-পাট করে বলেও অভিযোগ তোলেন। আহতদের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাদের চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্র্তি করেছে।
আহতরা হলেন, হাসিনা বেগম(৫০),শিউলি আক্তার(২০), এলাহি আক্তার(৩০), শিল্পী আক্তার (২৬)। এদের মধ্যে হাসিনা বেগমের বাম পা শিউলি আক্তারের ডান পা এলাহি আক্তারের বাম হাত ও বাম পা হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া শিল্পী আক্তারের বাম কানের দুল ছিড়ে নেওয়ায় তার ওই কানটি ক্ষত-বিক্ষত হয়েছে।
এ ব্যাপারে শহীদুল মোল্লার সাথে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার পক্ষের টিটু মোল্লা জানান, দীর্ঘদন ধরে জমি নিয়ে শহীদুল মোল্লার সাথে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে মীমাংশা করা হলেও অনাকাঙ্খিত ভাবে এ ঘটনািিট ঘটেছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা েেনওয়া হবে।