চলতি বছরের মতো মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দেশের ইতিহাসে আর কখনও দেখা যায়নি। বছরের শুধু থেকে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন শতাধিক। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বছরের শেষের দিকে এসে ডেঙ্গু নির্মূল না হলেও ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতিক ভাবে এর প্রকোপ অনেকটা কমে এসেছে। তবে আগামী বছর মশাবাহিত রোগগুলোর বিস্তার নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।
আগামী বছর গ্রামে ডেঙ্গু মশা ছড়িয়ে যাবে না, এই নিশ্চিয়তা দেয়া যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেছেন, এবার ঢাকা শহরে এডিস মশার প্রাদুর্ভাব দেখেছি। গ্রামে যে আগামীবার তা ছড়িয়ে যাবে না, তার নিশ্চয়তা দেয়া যায় না। কারণ, গ্রাম তো সেই গ্রাম নেই, প্রায় ঘরই এখন বিল্ডিং হয়ে গেছে, সেখানে ছাদে পানি জমবেই। এডিস মশা এবার শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছে, এবার কম-বেশি সব জায়গায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখেছি। এটি হতাশাজনক। এমন পদক্ষেপ নেয়া অসম্ভব নয় যে, আগামী বছর ডেঙ্গুর বিস্তার থামানো যাবে না। কেননা এখনও সরকারের হাতে পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে। গ্রামে যেখানে শহরায়নের প্রভাব পড়েছে সেখানে শহরের মতো করেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া সম্ভব। হয়তো একারণে আশার কথা শুনিয়ে মন্ত্রী বলেছেন, ডেঙ্গু যেন গ্রামেও ছড়িয়ে না পড়ে এজন্য সব ধরনের ব্যাবস্থা নিচ্ছে সরকার।
মন্ত্রী যুক্তি দেখিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে ১৯৯৯ সালে ডেঙ্গুতে এক হাজার লোক মারা যায়, ১০ লাখের বেশি এফেক্টেড হয়। সেখানে আমাদের ডেনসিটি হাই। তাদের ডেনসিটি লো। দেখা যায়, সেখানে ইনফেক্টেড মশা আরেক জায়গায় গিয়ে মানুষকে কামড়াতে গিয়ে মারাই যায়। কারণ, ৪৮ ঘণ্টার মধ্যে এডিস মশা ডিম পারতে না পারলে বেঁচে থাকা কষ্টকর। আমেরিকা প্রতিদিন এসব নিয়ে রিসার্চ করে। সিঙ্গাপুরের মতো উন্নত দেশে ১৫ জন ডেঙ্গুতে মারা গেছে। সমস্যা পর্যায়ক্রমে হয়েছে, হতাশার কারণ নেই। আমরা অনেক দূর এগিয়েছি। বাস্তবতার নিরিখে কথাগুলো যুক্তিসঙ্গত ও অগ্রহণযোগ্য নয়। তাঁর কথায় আমরা আশ^স্ত হতে চাই।
সংসদীয় কমিটিও ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ মোকাবিলা এবং এডিস মশার বিস্তার রোধে সুপারিশ করেছে। এসব রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত এবং স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে তৎপরতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করেছে কমিটি। আমরা আশা করি, সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সুপারিশ আমলে নিয়ে আগামী বছর ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে সচেষ্ট হবে।