উৎসবমূখর পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লক্ষীকান্ত বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সী, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম হাওলাদার। বক্তব্য রাখেন বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদার, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত খান প্রমুখ। শেষে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পদপ্রত্যাশি নেতারা দলীয় নেতৃবৃন্দের কাছে ফরম জমা প্রদান করেন।