ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যে কৃষকের চ’ড়ান্ত তালিকা প্রস্তুতের জন্য কৃষি দপ্তর হতে সরবরাহকৃত কৃষক তালিকার মধ্যে হতে লটারি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, প্রতিটি ইউপি চেয়ারম্যানসহ কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিটি ইউনিয়ন উপ-কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ২৫৩৮জন কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে নির্ধারণ করে ধান সংগ্রহ করা হবে।