বরিশালের আগৈলঝাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সভাপতি ও উপজেলা কৃষিসম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়কে সাধারন সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট উপজেলা শিল্পকলা একাডেমীর কমিটি গঠন করা হয়। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভা করে আলোচনার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যসদস্যরা হলেন, সাহিত্যিক শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, আইনজীবী অ্যাডভোকেট সমীরন রায়, শিল্পী শরবিন্দু বাড়ৈ, ললিতা সরকার, শিল্পানুরাগী শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, স্থানীয় কলেজের অধ্যক্ষ প্রফেসর সরদার আকবার আলী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.জহিরুল ইসলাম, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান।