বরিশালে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে বাশাইল হয়ে ঘোষেরহাট ওয়বদার রাস্তার ঢালের মাটি কেঁটে নিচ্ছে ঠিকাদার। সড়কের ঢালের মাটি কেঁটে নেয়াতে বর্ষা হলেই ওই সড়কের মাটি ধ্বসে বড়ধরনের ভাঙ্গনের আসংখ্যা রয়েছ। এতে স্থানীয় জন সাধারনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সংশি¬ষ্ঠ সূত্রে জানা গেছে, বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় আগৈলঝাড়া উপজেলা সদর থেকে বাশাইল হয়ে ঘোষেরহাট পর্যন্ত বরিশাল অংশে ৩০কোটি টাকা ব্যয়ে দুটি কালভার্টসহ ১৮ফুট প্রশস্তের প্রায় ১৩ কিঃ মিঃ সড়ক নির্মানের কাজ বাস্তবায়ন করছে বরিশালের এমএম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কের কাজের শুরুর সময় সড়কের ঢালের মাটি কেঁটে নেওয়ার সময় এলাকাবাসীর বাধায় মাটি কাটা বন্ধ থাকে। এখন আবার নতুন করে ওই সড়কের বিভিন্ন স্থানে সড়কের ঢালের মাটি কেটে নিতেছে ঠিকাদালের শ্রমিকরা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে সড়কের ঢাল থেকে মাটি কেটে নিলে সড়ক বর্ষায় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মালিক মাহফুজ খান এর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কাজের তদরকি কর্মকর্তা মো.সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, মাটি কেঁটে নিচ্ছে আমি সুনেছি। আমি ঠিকারকে নিশেদ করেছি। সড়কের খতিহয় এমন মাটি কেঁটে নিলে আইন গতো ব্যবস্থা নেয়া হবে।