বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু (১২) কে ১৮ নভেম্বর ধর্ষণ করেন একই এলাকার রনি মোল্লা (২১)। ধর্ষণের ঘটনায় বুধবার সন্ধ্যায় ধর্ষিতার বাবা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। পুলিশ বুধবার সন্ধ্যায় ধর্ষক রনি মোল্লাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নকিব আকরাম হোসেন জানায়, উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামে মো. লিটুু মোল্লার পুত্র রনি মোল্লা গত সোমবার দুপুরে একই এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে তার নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওইসময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক রনি মোল্লা পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ধর্ষিতা শিশুর বাবা বাদি হয়ে রনি মোল্লাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩। পুলিশ ধর্ষক রনিকে গ্রেফতারের করে। গ্রেফতারকৃত ধর্ষক রনি মোল্ল¬াকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। আদালতের নিরদেশে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল মডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যপারে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোঃ আফজাল হোসেন জানান, অভিযোগপাবার এক ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।