পিইসি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরা হলো না ৫ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার টুম্পার(১০) যাত্রীবোঝাই একটি খেয়া ট্রলার ডুবে ৬ঘন্টা পর ডুবুরি দল নদী থেকে ছোট শিশুটির নিথর দেহটি উদ্বার করে। পরিবারে চলছে শোকের মাতম।
জানাযায়, কাউখালী উপজেলার আশোয়া গ্রামের গিয়াস উদ্দিন ফকির এর মেয়ে ১৬নং আশোয়া আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে এবার পিইসি পরিক্ষার্থী টুম্পা দুপুর ১টার দিকে পরিক্ষা সেন্টার কুমিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আশোয়া গ্রামের আরো ১৫ জন পিইসি পরিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলো। আমড়াজুড়ি ফেরিঘাটের কাছে ট্রলারে খেয়া পারাপারে জন্য ১৫ জন পরীক্ষার্থী, ১৪জন অভিভাবকসহ ৪০জন যাত্রী ট্রলারে ওঠেন। এ সময় ওই ট্রলারে ৫টি মোটর সাইকেল তোলা হয়। এতে ট্রলারটিতে অতিরিক্ত মোটরসাইকেল তোলার কারণে ট্রলারটি ছাড়ার কিছুক্ষণ পরেই কাত হয়ে নদীতে ডুবে যায়। দুর্ঘটনা কবলিত যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পিএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার টুম্পা নিঁখোঁজ ছিলো। বিকাল সাড়ে তিনটার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের ও স্থানীও দুইটি ডুবুরী দল ৬ঘন্টা পর রাত ৯টার দিকে সন্ধ্যা ও গাবখান নদীর মোহনার তলদেশ থেকে সানজিদা আক্তার টুম্পা লাশ উদ্ধার করে। এই কোমলমতি ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে নেসেছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন রেখা বলেন, ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চলিয়ে শিশু টুম্পা লাশ ও ট্রলারটি উদ্ধারের করা হয়েছে।