কোষ্টগার্ড ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় এবং কীর্তনখোলা নদী থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোষ্টগার্ড বরিশাল ষ্টেশনের পেটি কর্মকর্তা মোঃ জামাল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে নৌ-যান থেকে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে আট মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা নগরীর বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।