ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া নামক এলাকায় অজ্ঞাতনামা মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন খান বাদল (৬০) নিহত হয়েছেন। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে সে মারা যায়। নিহত বাদল খান গৌরনদী বন্দরের ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের বড় ভাই। সে বরিশাল শহর থেকে ভারতীয় ভিসা সংগ্রহ করে বন্দরের অপর ব্যবসায়ী জাকির ফকিরকে নিয়ে মোটরসাইকেলযোগে গৌরনদীতে ফিরছিলেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিকিৎসার জন্য বাদল খানের ভারতে যাওয়ার কথাছিলো।
অপরদিকে মুলাদী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাঁপায় আহত পিএসসি পরীক্ষার্থী তাসমিয়া আক্তার চাঁদনী বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চাঁদনী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা শহিদুল চৌকিদারের কন্যা ও কাজিরচর নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছিল। গত ২০ নভেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা চাঁদনীকে চাঁপা দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে স্থানীয় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।