সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে টঙ্গীতে বুধবার সকাল থেকে গণপরিবহন মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় পুলিশ ও সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) টঙ্গী জোন মো. শাহাদাত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অবরোধকারীরা টঙ্গীর চেরাগআলী মার্কেট, মিলগেইট, স্টেশন রোড, বোর্ড বাজারসহ বিভিন্নস্থানে মহাসড়কে চলাচলকারী যানবাহনের উপর দফায় দফায় হামলা চালায়। এ সময় গণপরিবহণ ও মালবাহি ট্রাক সড়কের দু’পাশে দাঁড় করিয়ে রাখে। উশৃঙ্খল পরিবহণ শ্রমিকরা গণপরিবহণের ড্রাইভার-হেলপারদের মারধর ও ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে এবং মহাসড়কে চলাচলরত প্রাইভেটকারে কাঁদা মাখিয়ে দেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী ট্রাক স্ট্যান্ড এলাকায় একদল পরিবহণ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী পরিবহণের উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ বাধা দিলে পুলিশের গাড়িতেও হামলা চালায়। এ সময় স্থানীয় সাংবাদিকরা ভাংচুরের ছবি তুলতে গেলে কতিপয় উশৃঙ্খল অবরোধকারী তাতে বাধা দেয় এবং মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে মনছুর শেখ নামে এক সাংবাদিকের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চেরাগআলী ট্রাকস্ট্যান্ডের চালক-শ্রমিক-মালিকরা জানিয়েছেন, সড়কের নয়া আইন যতক্ষণ পর্যন্ত বাতিলের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
এব্যাপারে যোগাযোগ করা হলে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান বলেন, পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপকারীদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।