কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলার কালীকাপুর মধ্যমপাড়া নেজার বাড়ী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী মো. মহুজ উদ্দিন মিয়ার মা-বাবার স্মরণে শুক্রবার বাদ আছর পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক মো. আবদুল কাদির মিয়ার সভাপতিত্বে ও হযরত মাওলানা মো. সফর উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক আশেকে রাসূল হযরত মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল আবেদী। বিশেষ অতিথি আশেকে রাসূল হযরত মাওলানা মুফতি মো. নুরুল ইসলাম, অষ্টগ্রাম। প্রধান বক্তা শিমুলকান্দি বাজার গাউছিয়া জামে মসজিদের খতিব আশেকে রাসূল হযরত মাওলানা মো. বেলায়েত হোসেন আল আবেদী। ওয়ায়েজীনে কেরাম কান্দিপাড়া জামে মসজিদের খতিব আশেকে রাসূল হযরত মাওলানা মো. কুতুব উদ্দিন আশিকী, কালীকাপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব আশেকে রাসূল হযরত মাওলানা মো. কামরুল হাসান, আগানগর আনন্দ বাজার জামে মসজিদের খতিব আশেকে রাসূল হযরত মাওলানা মো. আবু তালেব নিজামী। ওই মাহফিলে যোগদান করার জন্য মো. জসিম উদ্দিন সকলের প্রতি অনুরোধ করেছেন।