বৃহত্তর বরিশাল বিভাগজুড়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সম্মেলন। ইতোমধ্যে অধিকাংশ এলাকার তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করেছে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা। তবে বেশিরভাগ এলাকার কমিটি গঠণ নিয়ে দলের একসময়ের ত্যাগী, নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তাদের মতে, যাদের হাত ধরে বিএনপি ও জামায়াতের বির্তকিত নেতাকর্মীরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে তারাই এবারের সম্মেলনে নতুন কমিটি গঠণের দায়িত্ব পালন করছেন। তাই সম্মেলনের মাধ্যমে কেমন নতুন কমিটি হবে তা নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রতিটি এলাকায়ই অনুপ্রবেশকারী নব্যদের দাপটে কোণঠাসা হয়ে রয়েছেন আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।
বরিশালের গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুল গ্রামের বাসিন্দা গোলাম হেলাল মিয়া বলেন, ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। দল থেকে কিছু পাবো সেই আশায় নয়, বরং দলকে কিছু দেবার জন্যই রাজপথে ছিলাম আছি ও থাকবো। দলের জন্য রাজপথে থাকতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির ক্যাডাররা বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। শারিরিকভাবে একাধিকার হামলার পরেও মামলার আসামি হয়েছি। তার পরেও আওয়ামী লীগের রাজনীতি থেকে আজো সরে যাইনি। জীবনের শেষসময় পর্যন্ত এ দলের জন্য রাজপথে থাকবো। তিনি আরও বলেন, জীবনের শেষ বয়সে এসে গত ২০ নভেম্বর অনুষ্ঠিত ওয়ার্ড সম্মেলনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছি। আশাকরি দলের শীর্ষ নেতৃবৃন্দরা অতীত কর্মকান্ডকে বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে। একইভাবে বলেন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ মোফাজ্জেল হোসেন সরদার।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহত্তর বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বিরোধের সৃষ্টি হয়েছে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলায়। ওই দুই উপজেলায় আওয়ামী লীগের কমিটি গঠণ নিয়ে বিরোধ চরম আকার ধারন করেছে। নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ চাঙ্গা হয়ে উঠছে। এর মূলে রয়েছে দুই উপজেলার অনুপ্রবেশকারী ও রাজাকারপুত্র দিয়ে গঠণকরা আওয়ামী লীগের কো-কনভেনর ও কনভেনর কমিটি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই কো-কনভেনর ও কনভেনর কমিটির ঘোষণা দেয়ার পর চরম বিভেদ সৃষ্টি হয়েছে দুই উপজেলার ত্যাগী-নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। কাঠালিয়ায় কো-কনভেনর কমিটির নেতৃত্বে গঠণতন্ত্র ছাড়া জামায়াত ও বিএনপি পন্থী অনুপ্রবেশকারীদের নিয়ে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠণ করাকে নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুই উপজেলার বির্তকিত কর্মকান্ডের কারণে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের উন্নয়নের সবঅর্জন ম্লান হওয়ার উপক্রয় হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করেন, কাঠালিয়ায় কমিটি গঠনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট যে কো-কনভেনর কমিটি গঠণ করা হয়েছে। সেই কমিটিতে রাজাকার পুত্রসহ অনুপ্রবেশকারীদের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। ফলে কাঠালিয়ায় কো-কনভেনর কমিটি ও তাদের অনুগত অনুপ্রবেশকারীদের বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের কারণে রাজনীতিতে নব্যদের দাপটে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী সমর্থকদের নিয়ে কোনঠাসায় থেকে অভিমান করে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ হোসেন রিপন সাধারণ সম্পাদক লিটন সিকদার, আওড়াবুনিয়া ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অমল বাবু মজুমদার, চেচরিরামপুর ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, কাঠালিয়া ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, আমুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়া ইসলাম মিরবহর, কৃষলীগের সভাপতি সিকদার মোঃ কাজল, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ মোঃ মেয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক জমাদ্দার চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শরীফ, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ ফজলু, উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা শাহানা সিদ্দিকাসহ আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত অসংখ্য নেতাকর্মীরা নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নিতে শুরু করেছেন।
এ ব্যাপারে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুন সিকদার বলেন, যে চক্রই আওয়ামী লীগের কমিটি করার পায়তারা করুন না কেন, তারা কখনই সফল হবেনা। কারণ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক দল গঠণতন্ত্রের বাহিরে এসে কেউ কোনোদিন কমিটি করতে পারেনি, এখনও পারবেনা। গঠণতন্ত্রের বাহিরে যদি কেউ কোনদিন কমিটি করে তা সম্পূর্ন অবৈধ হবে এবং দল তাদের কখনই স্বীকৃতি দেবেনা। প্রতিষ্ঠাকাল থেকে আওয়ামী লীগ তার গঠণতন্ত্র অনুযায়ী চলে আসছে এখনও গঠণতন্ত্রের বাহিরে কিছু হবেনা।