বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে এবং ক্যাসেল আসারা হোটেলে যুব দলের উদ্যোগে জন্মবার্ষিকী পালিত হয়।
বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা কৃষক দলের সভাপতি আওসাফুদৌলা জুয়েল, ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ। অপর দিকে যুবদলের আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি কামরুল ইসলাম গোরা, সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন তালিম, যুবদলের সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, সৈয়দ নাসির আহমেদ মালেক, ছাত্র দল নেতা নেওয়াজ মোহাম্মাদা গোলাম রসুল, আতিকুর রহমান রাসেল প্রমুখ।
সভা শেষে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দোয়া ও মোনাজাত করা হয়।