ভোলাহাটে শ্রুতি লেখক নিয়ে পিএসসি পরীক্ষা দিচ্ছে এক পরীক্ষার্থী। এফআরএস লিটল অ্যাঞ্জেলস একাডেমি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী(প্রতিবন্ধি) রিখন আহমেদ রনি গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শ্রুতি লেখক ৪র্থ শ্রেনীর ছাত্র আরিফ রানা শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন। সরজমিন গিয়ে জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন মোট ৭জন পরীক্ষার্থী এ কেন্দ্রে পিএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে এফআরএস লিটল অ্যাঞ্জেলস একাডেমি থেকে ৫জন এবং বীরশ^রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২জন শুরু থেকে এখন পর্যন্ত বেশ ভালো পরীক্ষা দিচ্ছেন। তবে একজন পরীক্ষার্থী রিখন আহমেদ ছাড়া অন্যরা নিজেরাই পরীক্ষা দিচ্ছেন। তাদের শ্রুতি লেখকের দরকার হয়নি। কেন্দ্র সচিব জাহাংগীর রেজা জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের ( বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধি)নিয়মানুযায়ী ৩০ মিনিট অতিরিক্ত সময় বেশী দেয়া হচ্ছে। তারা বেশ ভালো পরীক্ষা দিচ্ছেন বলে জানান। তিনি বলেন, তাদের কোন অনুবিধা হচ্ছে কিনা তাও খোঁজ-খবর নিচ্ছেন সব সময়। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা বেশ ভালো পরীক্ষা দিচ্ছে। তাদের খোঁজ-খবর সব সময় রাখছেন। তারা যাতে কোন সমস্যায় না পড়ে। উল্লেখ্য ভোলাহাট উপজেলায় এই প্রথম একজন পরীক্ষার্থী শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ গস্খহণ করেছেন বলে একটি বিশেষ সূত্র জানিয়েছেন।