জেলা প্রশাসনের তৎপরতায় বাজার মনিটরিং অব্যাহত রাখার পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত সন্ধ্যা রাতে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০টি দোকানীকে জরিমানা করেছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করার অপরাধে মেহেন্দিগঞ্জের ১০জন দোকানীকে মোট এক লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।