চোখের যতেœ আপনার পাশে স্লোগান কে সামনে রেখে বুধবার সকালে শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। চক্ষু হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, চক্ষু ডাক্তার ডাঃ মোঃ সুলতান উদ্দিন, কমিশনার নুপুর অধিকারীসহ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ জমির উদ্দিন। উদ্বোধনের দিন প্রায় ৩ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ছবিতেঃ নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।