কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এক অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার ওই গ্রামের উত্তর পাড়ার সুরুজ মিয়ার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, সুরুজ মিয়ার ছেলে আবদুল মতিন (৫৫) তার নাতি মাসুদ মিয়া (৩২) ও মাসুদের স্ত্রী নুরজাহান (২৮)। এ ঘটনায় ৯৯৯ নাম্বারে কল করে মিথ্যা অভিযোগ করায় হামলাকারী আবদুল মোতালেবকে (৪২) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার দুপুরে মোতালেব থানা হাজতে আটক রয়েছে।
জানা যায়, উপজেলার মাধবপুর উত্তর পাড়া গ্রামের আবদুল মতিনের বাড়ীর জায়গা দখল করতে আসে ওই গ্রামের আবদুল মোতালেব, তার ছেলে আরমান হোসেন, তার স্ত্রী, মেয়ে ও কিছু বহিরাগত সন্ত্রাসী বাহিনী। এ সময় জায়গা দখলে বাধা প্রদান করলে মতিন, তার ছেলে মাসুদ ও পুত্র বধূ নুরজাহানকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মোতালেব ও তার লোকজন। পরে সন্ত্রাসীরা মতিনের বাড়ীঘর ভাংচুর ও নগদ ৫০ হাজার টাকা স্বর্ণের গহনা ও আসবাবপত্র লুটে নিয়ে যায়। এ ঘটনায় মোতালেব জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে আহতদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে পুলিশ গুরুতর আহত আবদুল মতিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নাঙ্গলকোট থানা পুলিশ সত্য ঘটনা জানতে পেরে মতিনকে ছেড়ে দিয়ে অভিযোগ কারী আবদুল মোতালেবকে আটক করে থানায় নিয়ে আসে।
মতিনের পুত্র বধূ রাবেয়া বলেন, সন্ত্রাসীরা আমার শ্বশুর, বাসুর ও জা কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আমার শ্বশুরকে পুলিশের হাতে তুলে দেয়। তারা আমাদের ঘরবাড়ী ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে যায়। আমরা এ ঘটনায় প্রসাশনের নিকট সুষ্ঠু বিচার দাবী করি।
পুলিশের কাছে আটক হওয়ার আগে মোতালেব সাংবাদিকদের বলেন, অতিষ্ঠ হয়ে তাদেরকে মারধর করেছি এখনো তাদের আরো শাস্তি বাকি রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল গাজী বলেন, তাদের সমস্যা সমধানের চেষ্টা করে আমি বারবার ব্যর্থ হয়েছি। আইনগত ভাবে বিষয়টির সমাধান হোক।