সাইফ হাসানের ছিটকে যাওয়ার দিনে আরেকটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন নাঈম হাসান। তবে আশার খবর, গুরুতর নয় তরুণ এই অফ স্পিনারের চোট। শেষ ম্যাচের ভেন্যু শহর কলকাতায় আসার পর বুধবার প্রথমবারের মতো অনুশীলন করে বাংলাদেশ। একপর্যায়ে মাথায় চোট পান নাঈম। তাকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ড হাসপাতালে। করা হয় সিটি স্ক্যান। হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, এই মুহূর্তে স্বাভাবিক আছেন নাঈম। “নাঈম মাথায় চোট পেয়েছিল। ওকে এখানে নিয়ে এসেছিল, ট্রিটমেন্ট করলাম। চোট গুরুতর নয়। সিটি স্ক্যান করা হয়েছে। স্বাভাবিক আছে। একটু ব্যথা পেয়েছে।” সিটি স্ক্যানের পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে নাঈমকে। প্রথম টেস্টে খেলেননি এখনও দেশের বাইরে কোনো টেস্ট না খেলা নাঈম। এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে ২৩.৭০ গড়ে ১০ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।