রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশ কর্তৃক হাজিরহাট থানাধীন পূর্ব গিলাবাড়ী গ্রামস্থ জনৈক মোঃ রোকন মিয়া, পিতা-মোঃ নুর ইসলাম এর বাড়ীর সামনে কাঁচা রাস্তা হতে ২০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ আবদুল খালেক(২৮), পিতা-মৃত-আজিজার রহমান, সাং-ছিট উত্তম, মোঃ তৌহিদুল ইসলাম(২১), পিতা-মোঃ নুর আমিন, সাং-পূর্ব গিলাবাড়ী, উভয় থানা-হাজিরহাট, রংপুর মহানগর, -কে হাতেনাতে গ্রেফতার করা হয়। হাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত, কোতোয়ালি থানায়-৩ জন, তাজহাট থানায়-২ জন, মাহিগঞ্জ থানায়-১ জন, হারাগাছ থানায়-৮ জন, পরশুরাম থানায়-২ জন এবং হাজিরহাট থানায়-৩ জনসহ মোট-১৯ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ(উত্তর ও দক্ষিণ) কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৩৬ টি মামলা দায়ের করা হয়।