বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিনে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মহানগর ছাত্রদল। বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা মহানগর ছাত্রদলে সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সভাপতি ও মহানগর যবুদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান গুড্ডু, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ। এ সময় মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক অলক কুমার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আর রাফি, জুবায়ের হোসেন, রিপন, সুমন ,সোহানসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ছাত্রদলের ধর্ম সম্পাদক এমডি সুজন সাহেব।