নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে গুজব সৃষ্টি লবণের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায় মঙ্গলবার সন্ধ্যায় পর থেকে। উপজেলা প্রাণকেন্দ্র বসুরহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারে মুহুর্তে পাইকারী ও খুচরা দোকানগুলো থেকে লবণ উদাও হয়ে যায়। কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে ৩৫ টাকার লবণ ১২৫ টাকা ধরে ও মোটা লবণ ২০ টাকর স্থলে ৯০ টাকা করে বিক্রয় করা হয়।
রাজধানী ঢাকায় প্রতি কেজি লবণ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে খবর পেয়ে স্থানীয় বাজারগুলোতে কেজি প্রতি ৬০,৭০,১০০ টাকা বৃদ্ধির গুজবে ভোক্তারা হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে। এ সংবাদ পেয়ে নড়েচড়ে বসে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ও এর নেতৃত্বে বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালিত হয়। লনণের উর্ধ্বমূল্য স্বাভাবিক মূল্যে চলে আসে রাতের অভিযানে। এ সময় সিএনজি শ্রমিক নান্টু মিয়া মোবাইল কোর্টে পাশে দাঁড়িয়ে জানান, উপরে আল্লাহ, নিচে ফয়সাল আহমেদ। এবার আমরা স্বাভাবিক নিয়মে লবণ কিনতে পারব। সকল অভিযানে ভ্রাম্যমান আদালত ৯ জন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮/৪০ ধারা অনুযায়ী এ সকল অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক করা হয়।
অস্বাভাবিক মূল্যে লবণ বিক্রি করার অপরাধে বসুরহাট বাজারের ব্যবসায়ী নুর উদ্দিন ১ হাজার, সাইফুল ইসলাম ১ হাজার, চৌধুরীহাট বাজারে ব্যবাসয়ী জয়নাল আবদীন ২ হাজার, মহি উদ্দিন ১ হাজার, তৌহিদুল ইসলাম ১ হাজার, বাংলাবাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন ২ হাজার, আবদুল মান্নান ৩ হাজার, ইয়াছিন ১ হাজার টাকা ও আক্কাছ মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।