নোয়াখালীর সেনবাগ পৌর শহরে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে লবণ বিক্রির ও মজুদ রাখার অপরাধে চার ব্যবসায়ীকে চৌদ্দ হাজার আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুদমদার মঙ্গলবার রাতে আকশ্মিক এক অভিযানে এসব জরিমানা করেন। রাত সাড়ে ৭টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের সময় স্থানীয় শত শত ক্রেতা আদালতের অভিযানে সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার দাবি জানান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ অংশ নেয়।