প্রেমের পর বিয়ে আর এই পুত্রের বিয়ে মেনে নিতে পারছেন না পিতা। ফলে পিতার করা মামলায় আসামি হয়ে মামলায় ভোগছেন এলাকার মানুষ। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের নিকট বিচার প্রার্থনা করেছেন মামলায় ভুক্তভুগি পরিবার ও এলাকাবাসী।
এলাকাবাসী, লিখিত অভিযোগ ও পোড়াগাঁও ইউপি সূত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলামের ছেলে রমজান আলী (২২) এর একই ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের মৃত আঃ খালেকের মেয়ে মুন্নী আক্তার (১৮) এর সাথে দেড় বছরের প্রেমের সর্ম্পক। মুন্নীর বাবা মারা যাওয়ায় অসহায় মুন্নীর মা কৃষি কাজ করে কষ্ট করে সংসার পরিচালনা করে। গত ১৪ নভেম্বর রমজান ও মুন্নীর প্রেম ভালাবাসার প্রেমের পরিনতির বিষয়টি এলাকাবাসীর নিকট জানাজানি হয় ও আলোচনায় আসে। পরে ১৫ নভেম্বর এলাকাবাসীর সহযোগিতায় ছেলে মেয়ে উভয়েই বিয়ে বন্ধনে আবদ্ধ হয় এবং কনের বাড়ীতেই বিয়ের অনুষ্ঠানাদী সম্পন্ন হয়। এনিয়ে ১৭ নভেম্বর ছেলে পিতা ইউপি সদস্য নুর ইসলাম বাদী হয়ে এলাকার ১২ জন কে আসামি করে আদালতে মামলা করে।
এলাকাবাসী আলমগীর (২৯, সাইদুল ইসলাম (৩২), সালাম (৩৫), শাহজাহান (৩৮), এরশাদ আলী (৩২) বলেন, ছেলে মেয়ে উভয়েই প্রেমের সর্ম্পকে উভয়ের সম্মতিতেই বিয়ে করেছে। আমরা দেখেছি। কিন্তু মেয়ের মা গরীব বিধায় ছেলের পিতা নুর ইসলাম মেম্বার বিয়েটি মেনে নিচ্ছে না এটা ঠিক না এবং মামলা করে এলাকাবাসীকে হয়রানী করাটাও ঠিক হয়নি।
রমজান আলী বলেন, আমি সেচ্চায় ভালবেসে মুন্নিকে বিয়ে করেছি। কারও কোন ইন্দন নেই। আমার পিতা আমাদের বিয়ের বিষয়টি ভুল বুঝতেছে।
মামলা বাদী ইউপি সদস্য নুর ইসলাম বলেন, বিষয়টির ব্যাপারে আমার ছেলে ও মেয়ের জামাই যখন ওদের বলল সময় নিয়ে বিয়ের কথা তখন এলাকাবাসী মানল না। এখন মান সম্মান সব খুইয়ে বললেই হবে ?
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আজাদ মিয়া বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আমাদের জনগনের জন্য অনেককিছু মেনে নিতে হয় এবং ছাড়ও দিতে হয়। এখন মেয়ের পরিবার গরীব তাতে কি। তারা দুজনে প্রেম ভালবাসায় বিয়ে করেছে। পালিয়ে তো আর য্য়ানি। তবে এলাকাবাসী এ বিষয়ে আমার কাছে নালিশ করেছে। বিষয়টি দেখা হবে।