সিরাজদিখানে ১১তম বার্ষিকী মহোৎসব ২৪ প্রহর (১০ দিন) ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফুরশাইল পোদ্দারবাড়ি একনাম কমিটির পরিচালনা পরিষদের আহ্বায়ক সুবল পোদ্দার ও সেবায়েত নিত্যানন্দ মন্ডলের প্রচেষ্টায় গত ১১ নভেম্বর অনুষ্ঠান শুরু হয়। ফুরশাইল গ্রামবাসী এবং দ্বীনহীন ভক্তবৃন্দের আয়োজনে শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে বুধবার মহোৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ২৪ প্রহর অনুষ্ঠানে নামসূধা পরিবেশন করেছে গোপালগঞ্জের আদি মুক্তিলতা সম্প্রদায়, মাগুরার ভক্ত রামকৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জের শিব শিবাণী সম্প্রদায়, মানিকগঞ্জের শিবমন্দির সম্প্রদায়, গোপালগঞ্জের অষ্টসখী সম্প্রদায়, গোপালগঞ্জের ভক্তিলতা সম্প্রদায়। এ ছাড়া লীলা কীর্তন পরিবেশন করেন সাতক্ষীরার অঞ্জলি রানী সরকার, ঢাকা কেরানীগঞ্জের প্রীতম মন্ডল, নওগাঁর নন্দিনী হাওলাদার কৃষ্ণা এবং সাতক্ষীরার আশালতা মন্ডল।