মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ৭১ সালের ২০ নভেম্বর হানাদার মুক্ত হয়। হানাদার মুক্ত দিবস উপলক্ষে বুধবার মুক্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে বেলা ১১ টায় সন্তোষপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা থানা গেট গিয়ে ঘুরে আবার কমপ্লেক্সে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান-শ্রীনগর দুই থানা যুদ্ধকালীন কমান্ডার আলী আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল মতিন হাওলাদার, ডেপুটি কমান্ডার জহুরুল আলম বিমলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।