কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের গত মঙ্গলবার দিবাগত রাতে থানার ওসি শামসুল আলম সিদ্দিকি, উপ- পরিদর্শক মোঃ মিজানুর রহমান সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পিছন থেকে নারী ব্যবসায়ী হোতা পিতা মৃত- রস্তুম আলী ছেলে ইন্নছ আলী (৫৫) ও তার সহযোগী স্বামী মৃত- আনোয়ার হোসেন এর স্ত্রী শীমা আক্তার (২৫) কে গ্রেফতার করেছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে মাইজহাটি গ্রামের নারী ব্যবসায়ী হোতা মোঃ ইন্নছ আলী দীর্ঘদিন ধরে সড়ক ও পানি পথে বাহির থেকে বিভিন্ন নারী এনে ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসী তাদের ভয়ে কখন মুখ খুলতে পারছিল না। নিকলী থানার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সত্যতা স্বীকার করে বলেন ধৃত আসামীদ্বয়কে ২৯০ ধারায় বুধবার সকালে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।