কিশোরগঞ্জের অষ্টগ্রামের আদমপুর ইউনিয়নে সরকারী বরাদ্দের ঘর নির্মাণ নিয়ে চরম জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এক দরিদ্র মহিলার নামে বরাদ্দ হওয়া সরকারী ঘর অন্যের বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। ওঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দ পাওয়া খাইয়রুল বেগমের বাড়িতে ঘর নির্মানের পর্যাপ্ত জায়গা নেই অজুহাত তুলে সেটি ঝাড়- মিয়া নামে অন্য একজনের বাড়িতে নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের কাছেও অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে প্রকাশ, ২০১৮-১৯ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় সরকার গৃহহীনদের জন্য ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়। অষ্টগ্রামের আদমপুরে খায়রুল বেগম নামে এক মহিলার নামে একটি ঘর বরাদ্দ হয়। কাজটি বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় আদমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার রাজিয়া খাতুনকে। তিনি জানান, খায়রুল বেগমের ঘরের জন্য তার বাড়িতে ইট ও বালু নিয়ে রাখা হয়েছিল। এগুলির জন্য ৯৬ হাজার টাকা এবং মিস্ত্রীর খরচ বাবদ ৩০ হাজার টাকা পরিশোধও করা হয়। কিন্তু চেয়ারম্যান ফজলুল করিম বাদল এসব সামগ্রি ঝাড়- মিয়ার বাড়িতে নিয়ে সেখানে খায়রুল বেগমের নামে বরাদ্দ হওয়া ঘরটি নির্মাণ করে দিচ্ছেন। ঝাড়- মিয়াকে চেয়ারম্যান ঘরটি লটারির মাধ্যমে দিয়েছেন বলে মেম্বার রাজিয়া খাতুনকে জানিয়েছেন।
অষ্টগ্রামের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলমাস উদ্দিনকে জিজ্ঞেস করলে খায়রুল বেগমের ঘরটি ঝাড়- মিয়ার বাড়িতে নির্মাণের অভিযোগ সঠিক নয় বলে জানান। তিনি বলেন, খায়রুল বেগমের বাড়িতে জায়গার সঙ্কট রয়েছে বলে ঘরটি নির্মাণ করা যায়নি। ফলে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট কমিটির সভা করে নতুন করে সিদ্ধান্ত নিয়ে অন্য কাউকে ঘরটি বরাদ্দ দিতে হবে বলে তিনি জানিয়েছেন। একটি ঘরের জন্য আড়াই লাখ টাকার বেশি বরাদ্দ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে খায়রুল বেগমের স্বামী মনির উদ্দিন জানান, আমার বাড়িতে ঘর ওঠানোর মত জয়গা রয়েছে। কিন্তু ৩ নং ওয়ার্ড মেম্বার নাজির ইসলাম আমার বাড়িতে ঘর না উঠিয়ে সেটি ঝাড়- মিয়ার বাড়িতে নিয়ে গেছেন। মেম্বার নাজির ইসলাম জানান, ঘর নির্মাণের মত খায়রুল বেগমের জায়গা না থাকায় চেয়ারম্যান ফজলুল করিম বাদলকে জানালে তিনি লটারির মাধ্যমে ঘরটি ঝাড়- মিয়াকে দিয়েছেন। তবে কথা বলার জন্য চেয়ারম্যানকে মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে এ ব্যাপারে প্রশ্ন করলে অভিযোগটি তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে বলে জানিয়েছেন। তবে তিনি কুমিল্লায় একটি প্রশিক্ষণে আছেন। প্রশিক্ষণ থেকে অষ্টগ্রামে ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।