বাকেরগঞ্জে ভাড়াটে মোটর সাইকেল চালকের নিকট এলাকার চিহৃিত চাঁদাবাজ কবির গাজীর চাঁদাবাজির ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-০৩। এ ঘটনায় মোটর সাইকেল চালক আল আমিন সিকদারের মাতা হিরননেছা বেগম গত ৬নভেম্বর থানায় মামলা দায়ের করলেও ঘটনার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করছে না পুলিশ। মামলা সূত্রে জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের হানিফ সিকদারের পুত্র আলামিন সিকদার ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পার্শ^বর্তী গারুড়িয়া ইউনিয়নের কাঁটাখালী গ্রামের মৃত খালেক গাজীর পুত্র কবির গাজী বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার করিয়া আলামিনের নিকট মোটর সাইকেল চালাইতে হইলে তার নিকট নগদ এক লক্ষ টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। নিরীহ ভাড়াটে মোটর সাইকেল চালক আলামিন সিকদার চাঁদাবাজ কবির গাজীকে নগদ ৫ হাজার টাকা চাঁদা প্রদান করলেও দাবিকৃত চাঁদার বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে কবির গাজী ক্ষিপ্ত হয়ে আলামিনকে রাস্তায় ভাড়ায় মোটর সাইকেল চালানো বন্ধ করিয়া দিবে, হাত-পা কেটে ফেলবে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে খুন-জখম করিবে বলিয়া হুমকি দেয়। ঘটনার দিন ১৯ অক্টোবর আলামিন তার নিজ বাড়ী হইতে মোটর সাইকেলযোগে বাকেরগঞ্জ থানার দিকে যাওয়ার পথে বিকেল ৩ টার সময় চৌধুরী বাড়ির সামনের রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা ৩-৪জন পূর্ব পরিকল্পিতভাবে তার মোটরসাইকেল পথরোধ করে তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভাড়াটে মোটর সাইকেল চালক আলামিন সিকদার অপারগতা প্রকাশ করিয়া তাহাকে ছাড়িয়া দিতে আসামিদের অনুরোধ করিলে কবির গাজীসহ অপরাপর আসামিয়া ক্ষিপ্ত হইয়া তাহাকে টানা হ্যাচরা করিয়া মোটর সাইকেল থেকে নামাইয়া চাঁদার দাবিতে মারপিট করিয়া ফুলা-জখম করে। চাঁদাবাজ কবির গাজী এ সময় আলামিনের প্যান্টের পকেটে রক্ষিত ভাড়া চালানোর নগদ ২৫০০ টাকা চাঁদার দাবিতে জোরপূর্বক ছিনিয়ে নেয়৷ স্থানীয়রা তাহার ডাক-চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করেন। মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মামলার বাদী হিরননেছা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।