কেশবপুর সাগরদাড়ী আবু সারাফ সাদেক কারিগরি বানিজ্য মহাবিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেনি ছাত্রীদের বহিরাগত কর্তৃক উত্তাক্ত করার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় সারসা সাগরদাড়ী ঘেয়াঘাট সংলগ্ন রাস্তার দু’ধারে স্থানীয় এলাকাবাসী আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাগরদাড়ী আবু সারাফ সাদেক কারিগরি বানিজ্য মহাবিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেনি ছাত্রী হাবিবা খাতুন,কেয়া, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে সেলিম,আব্দুস সামাদ,শরিফুল ইসলাম,আল-আমিন,রিপন,ইউসুফ আলিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এদিকে গত ১৯/১১/১৯ তারিখে ৫জনের নাম উল্লেখ করে এলাকাবাসী তাদের ছেলে মেয়েদের নিরাপত্তা কথা ভেবে ইবাদুল শেখ বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বক্তরা বলেন,অবিলম্বে উত্তাক্তকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ বলেন, এ ঘটনা আমি কিছুই জানিনা তবে আজকে সকালে একটি অভিযোগ পেয়েছি, সেটা আমার ম্যানেজিং কমিটিকে অবহিত করেছি। এবং বিষয়টি নিষ্পটি করার জন্য চেষ্টা করছি।