কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ও সংসদ সদস্য জনাব আফাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা জনাব মাহবুব-উল-আলম হানিফ এম,পি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এস,এম কামাল হোসেন সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, আলহাজ¦ রবিউল ইসলাম, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এম,পি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক উজ জামান, সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, উপজেলা আওয়ামী লীগের ১৪টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এম,পির উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ¦ সদর উদ্দিন খানসহ সর্বস্থরের নেতাকর্মীদের সমর্থনে আগামী ৩ বছরের জন্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিক্ষিত সভাপতি হিসেবে আবারও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ এর নাম ঘোষনা করা হয়, ১ম সহ-সভাপতি হিসেবে বর্তমান সংসদ সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, ২য় সহ-সভাপতি হিসেবে সাবেক সংসদ রেজাউল হক চৌধুরী এবং সাধারন সম্পাদক হিসেবে পুনরায় কমিটিতে অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন এর নাম ঘোষনা করা হয়েছে।