মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেড ডুবিতে নিখোঁজ ইমাদুল (৩৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলো। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে গজারিয়া অংশের মেঘনা নদী থেকে থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
গজারিয়া নৌফাঁড়ি ইনচার্জ মো.রাজ্জাক জানান, বাল্কহেড ডুবির ঘটনায় রোববার সকাল থেকেই কোষ্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস মেঘনা নদীতে উদ্ধার অভিযানে নামে। আজ বিকেল সাড়ে ৫ টার দিকে বাল্কহেডের ভিতর থাকে এবাদুল (৪০) এর লাস উদ্ধার করা হয়। তার বাড়ি বরগুনা জেলায়। পরবর্তীতে এবাদুলের মরদেহ তার শশুর আবুজাফরের কাছে হস্তান্তর করা হয়।