কাউখালীতে লবনের দাম বাড়ার গুজবে লবন বিক্রির হিরিক এর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন রেখা ও পুলিশ প্রশাসন তাৎক্ষনিক অভিযানে নেমে উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন হাটবাজারে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি লবন জব্দ করেন। এ সময় উত্তর বাজার ব্যবসায়ী অসীম দাসকে লবন মুজদ করে বেশী দামে বিক্রি করার দয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। সরেজমিনে দেখা যায় লবনের দাম বাড়ার গুজবে গ্রাম গঞ্জের পুরুষ মহিলারা ১০/২০ প্যাকেট এমনকি তারও অধিক লবন ক্রয় করে নিয়ে যায়।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার বাস ষ্ট্যান্ড, লঞ্চঘাট, ট্রলারঘাট সহ বিভিন্ন বাজারে অভিযান চালায় এবং বিভিন্ন পয়েন্টে মাইকিং করে জনগণকে সচেতনতামূলক নিদের্শনা প্রদান করেন। বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা লবন মজুদ করে বেশী দামে বিক্রি করার খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির, কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম আরিফুর রহমান সহ উপজেলার সরকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একাধিক টিম করে বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হয়।