হাঁটুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার হামেস রদ্রিগেস। সোমবার এক বিবৃতিতে কলম্বিয়ার এই খেলোয়াড় বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন বলে জানায় মাদ্রিদের ক্লাবটি। ক্লাবের পরের পাঁচটি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় গত বৃহস্পতিবার চোট পান রদ্রিগেস। শনিবার পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের স্বাভাবিকভাবে দলে ছিলেন না তিনি। এর আগে পায়ের পেশির চোটে চলতি মৌসুমে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি গত দুই মৌসুমে বায়ার্ন মিউনিখে ধারে খেলা এই ফুটবলার। চলতি মৌসুমে রিয়ালের হয়ে নয় ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি।