ময়মনসিংহের গফরগাঁওয়ে লবণের দাম বৃদ্ধি হচ্ছে এমন গুজব এখন উপজেলা জুড়ে। আর এ কারণে ক্রেতারা দোকানগুলোতে লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে।
মঙ্গলবার সকাল থেকে এমন গুজবে ভাসছে গফরগাঁও। তবে মঙ্গলবার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে সরজমিনে ঘুরে লবণের দাম বাড়ার কোন তথ্য মেলেনি।
লবণ কিনতে আসা নূরুল হক, তওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, পারভীন ও সোমা আক্তারসহ অনেক ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, আমরা সোমবার রাত থেকে শুনেছি লবণের দাম পেঁয়াজের মত বৃদ্ধি পাবে। তাই মঙ্গলবার বেশি পরিমাণে লবণ কিনে নিলাম।
ব্যবসায়ীরা বলছেন, লবণের দাম বৃদ্ধি হবে এমন সংবাদের ভিত্তিতে ক্রেতারা লবণ কিনতে যেন প্রতিযোগিতায় নেমেছে। পৌর শহরের মধ্যবাজারে ব্যবসায়ীরা জানান, গত ১৫দিনে যে লবণ বিক্রি হয়নি তা আমরা এই একদিনে বিক্রি করলাম। তবে কোন মূল্যবৃদ্ধি করে নয়।
উপজেলার পালেরবাজার ব্যবসায়ী শফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, লবণের দাম কোন প্রকার বৃদ্ধি পায়নি, এটা নিছক গুজব। তিনি আরও জানান, আমরা মোকামে খোঁজ নিয়েছে সেখানেও লবণের দাম বাড়েনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, ‘লবণের দাম বৃদ্দি এটা সম্পূর্ণ গুজব। গুজবে কান না দেওয়ার জন্য ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট বাজারের ব্যবসায়ীসহ সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।’