কালিগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার মেয়ে পিএসসি পরীক্ষার্থী সাথী খাতুন এবং চান্দুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শারমিন খাতুন ও কামাল গাজীর মেয়ে নাজমা খাতুন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠ কেন্দ্রে পরীক্ষা শেষে তিন পরীক্ষার্থী শফিকুল ইসলামের সাথে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা সাঁইহাটি স্কুল সংলগ্ন সড়কে পৌছালে তাদের মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের (সাতক্ষীরা-ন-১১-০০৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শফিকুল ইসলাম ও সাথী খাতুনের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে শফিকুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ড্রাইভার হাফিজুর রহমান ও তার সহকারী দেবাশীষ সরকারকে আটক করে কালিগঞ্জ থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ পিকআপসহ তাদেরকে থানায় নিয়ে আসে। তবে রাতে তাদেরকে থানা থেকে ছেড়া দেয়া হয়।
কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, কোনো অভিযোগ না থাকায় আটক ড্রাইভার ও হেলপারকে সোমবার রাতে ছেড়ে দেয়া হয়। যদিও সে সময়ে দুর্ঘটনায় কেউ মারা যায়নি। এখন যদি এ ব্যাপারে কেউ অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।