২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। এর আগে এবং এর পরে আগত মিলে এগারো লক্ষাধিক রোহিঙ্গা এখন বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছে।
বাংলাদেশে আগত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা করে আসছে মিয়ানমার। সম্প্রতি রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের অসহযোগীতাকে দায়ী করেছে দেশটি। মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা-নেপিদো সহযোগিতার মধ্য দিয়েই কেবল রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটের সমাধান সম্ভব। সরকারের মুখপাত্র জ্য হেতে দাবি করেছেন, ঢাকার অসহযোগিতাই প্রত্যাবাসন কর্মসূচি ব্যর্থ হওয়ার প্রধান কারণ। অতীতে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিও প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে থাকায় বাংলাদেশকে দায়ী করেছিলেন। জাতিগত নিধন ও গণহত্যার প্রেক্ষাপটে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হয়। একই বছরের জুনে নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দুই দফায় রোহিঙ্গা প্রত্যর্পণের তারিখ নির্ধারিত হলেও এখনও ওই চুক্তির আওতায় একজন রোহিঙ্গাও দেশে ফিরে যায়নি।
গত ১৫ নভেম্বর নেপিদোতে জ্যে হেতে প্রত্যাবাসন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, এটা কেবল বাংলাদেশ-মিয়ানমারের সহযোগিতার মধ্য দিয়েই সমাধান করা সম্ভব। বাংলাদেশ সহায়তা না করলে সমস্যা থেকেই যাবে। আপনাদের এটা বুঝতে হবে। মিয়ানমারের মুখপাত্র দাবি করেন, মূলত বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার অভাবেই প্রত্যাবাসন কর্মসূচি ব্যর্থ হয়েছে। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ৪১৫ জন রোহিঙ্গা ‘স্বেচ্ছায়’ বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরলেও তারা কেউ প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ফেরেনি।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আবারও হামলার মুখে পড়ার আশঙ্কায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে অস্বীকৃতি জানিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও বলছে, নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার প্রস্তুত নয়। তা সত্ত্বেও নেপিদোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাংলাদেশের কারণেই প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। এতে বোঝা যায়, রোহিঙ্গাদের প্রত্যাবসনে ব্যর্থতার জন্য বাংলাদেশকে দায়ী করা তাদের টালবাহানারই একটি অংশ।
এদিকে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক পরিসরে মামলা দায়ের হওয়ায় মিয়ানমারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করে মিয়ানমার সরকারের মুখপাত্র জ্য হেতে দাবি করেছেন, আন্তর্জাতিক পর্যায়ে বিচারিক উদ্যোগের কারণে রোহিঙ্গা নিপীড়নের অভ্যন্তরীণ তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে এই বিচারিক উদ্যোগের বিরোধীতা থেকেও বোঝা যায় যে, মিয়ানমার সেখানে ঘটে যাওয়া গণহত্যা ও নৃশংসতার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এখনও সচেষ্ট।
প্রত্যাবাসনকারীদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তরিক হতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ে মিয়ানমারের প্রতি একধরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের বোঝা বয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই রোহিঙ্গাদের ফিরে যাওয়া উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে। আমরা আশা করি সরকার বাংলাদেশকে দায়ী করে দেওয়া মিয়ানমারের খোঁড়া যুক্তির জবাব দেবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে।