সড়কে সাধারণ পথচারী মরে যাক, আহত হোক, চিরদিনের তরে পঙ্গু হয়ে থাকুক, এতে কোনো সমস্যা নেই! এর ন্যূনতম দায়ভারও তাদের নেই। তারা জরিমানা দিতে পারবে না, মামলা, মৃত্যুদ-, কারাদ- এগুলোতো ভাবতেই পারছেন না। তারা নির্ভয়ে, নির্ভাবনায় ‘দাবড়িয়ে’ গাড়ি চালাতে চান! তারা হলেন আমাদের দেশের যাতায়াত সেবায়(!) নিয়োজিত পরিবহন শ্রমিকরা। ইতোমধ্যে তারা নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে দেশের বিভিন্ন রুটে বাস চালাচ্ছেন না। তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। হঠাৎ করেই গাড়ি বন্ধ করে দেয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পরতে হয়েছে, যা মোটেই কাম্য নয়।
আইনটি প্রণয়নের পর থেকে শুধু পরিবহন শ্রমিকরাই নয়, এর প্রবল বিরোধিতা করে আসছিল পরিবহন মালিক সংগঠনগুলোও। এক্ষেত্রে শ্রমিকদের নিয়ে কেউ ‘কলকাঠি’ নাড়ছে কিনা সরকারকে দেখতে হবে। পরিবহন শ্রমিকরা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন পরিবহন আইনে কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে চালকদের মৃত্যুদ- এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। এত টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই। বাস চালিয়ে তারা জেলখানায় যেতে চান না।’ পরিবহন শ্রমিকরা জরিমানার চিন্তায় অস্থির! কিন্তু সাধারণ মানুষকে আহত, নিহত, পঙ্গু হওয়ার চিন্তা, ঝুঁকি ও সামর্থ নিয়েই রাস্তায় চলতে হবে!
তারা মানুষকে মেরে ফেলবে, কিন্তু দায়ভার নিবে না! এরকম একটি বিষয় মেনে নেয়া যায় কী? পরিবহন শ্রমিকরা কেউ কেউ নেশাগ্রস্থ হয়ে, বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষকে হত্যা বা পঙ্গু করে দায়মুক্তির নিশ্চয়তা চাচ্ছেন! আমাদের সড়ক ব্যবস্থাপনার চিত্র এককথায় ভয়াবহ। একদিকে যাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া আদায়, অন্যদিকে অদক্ষ চালকের হাতে গাড়ি চালানোর ভার দিয়ে অসংখ্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
বাংলাদেশে প্রতিদিনের সড়ক দুর্ঘটনায় হতাহতের যে পরিসংখ্যান, তা কোনো সভ্য দেশের চিত্র হতে পার না। দেশের সড়ক দুর্ঘটনাগুলোর বেশির ভাগই শুধু দুর্ঘটনা নয়, হত্যাকা-। সড়ক পরিবহন আইন কার্যকরে পথে পথে বাধা সৃষ্টির সংবাদ অনভিপ্রেত। শেষ খবর পাওয়া পর্যন্ত গত সোমবার থেকেই নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার বিরোধিতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। তাহলে কি ধরে নিতে হবে সরকারকে জিম্মি করে দাবি আদায় করতে চান পরিবহন মালিক ও শ্রমিকরা?
নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করা হবে বলে আমরা আশা করি। এ আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা যেন হয়রানি কিংবা বাড়াবাড়ি না করে, সে ব্যাপারে সরকারকে কঠোর নজরদারী করতে হবে। নতুন আইনে যেনো জরিমানা আদায় করাই মুখ্য উদ্দেশ্য না হয়। বরং সকলকে আইন মেনে চলার সাথে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই যেনো প্রধান উদ্দেশ্য হয়।
আমরা মনে করি, যেকোনো মূল্যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবে, এটাই আমাদের প্রত্যাশা।