বাগেরহাটের চিতলমারীতে মঙ্গলবার বিকাল বেলা হঠাৎ করে লবনের দোকানে ক্রেতাদের হিড়িক লাগে। শোনা জাচ্ছিল লবনের দাম ১৫০থেকে ২০০টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
এ সংবাদ শুনে সত্য মিথ্য যাচাই না করে সাধ্যমত দুই কেজি,পাঁচ কেজি থেকে শুরুকরে ১০ থেকে ১৫ বস্তা পর্যন্ত লবন কেনেন। এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নাম প্রকাশ না করার শর্তে ক্রেতারা বলেন পেঁয়াজেরমত লবনকান্ড ঘটেকিনা বলা জায়না তাই লবন কিনছি। এসুযোগে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী কেজি প্রতি লবনের দাম ১০ থেকে ১৫টাকা বাড়িদেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম পুলিশ প্রশাসন নিয়ে বাজার নিয়ন্ত্রনের জন্য বেরিয়ে পড়েন। তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সাধারন মানুষকে গুজবে কান না দিতে নিষেধ করেন।
লবন ব্যবসায়ী বিকাশ বালা জানান, লবনের দাম মোটেও বাড়েনি; কি-কারনে আজ সবাই এসে লবন কিনছে সে কারণ আমার জানানেই। তবে আমি বাড়তি কোন দাম রাখিনাই। বাজার পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম জানান,ব্যপারটি নিছক গুজব প্রকৃতপক্ষে লবনের দাম বাড়েনি। এটি অসাধু ব্যবসায়ীর কারসাজি।