কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে রফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের শিবপুর গ্রামে। রফিকুল ইসলাম ওই গ্রামের আবদুল গফফার মোল্লার ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে বাথরুমে যান রফিকুল ইসলাম। সেখান থেকে বের হওয়ার পর প্রতিপক্ষরা রফিকুলকে উদ্দেশ্য করে অ্যাসিড ছোড়ে। এতে তার শরীরের অনেক স্থানে ঝলসে যায়। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা: মোহাম্মদ হাফিজ উল্লাহ জানান, রফিকুল ইসলামের মুখমন্ডল থেকে পা পর্যন্ত প্রায় ষাট ভাগ এসিডে দগ্ধ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এব্যাপারে কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অতিদ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।