নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে লবন বিক্রির দায়ে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার থেকে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে মাহিলাড়া বাজারে ক্রেতারা লবন কিনতে গেলে ব্যবসায়ী স্বপন ও সবুজ চোকদার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করে ক্রেতারা। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।