পঞ্চগড়ের বোদায় ভুয়া গুজবে লবণের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় হাটবাজারগুলোতে লবণ কিনতে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। পিয়াজের দাম বৃদ্ধির মত ভুয়া গুজবে লবণের দাম বৃদ্ধি কথা শুনে মঙ্গলবার সকাল থেকে বোদা বাজারের মুদির দোকানগুলোতে লাইনে দাঁড়িয়ে ক্রেতারা লবণ কিনেছে। প্রথমে কোন কোন দোকানদার বেশি দামে লবণ বিক্রি করলেও প্রশাসনের হস্তক্ষেপে অনেকে নির্ধারিত দামে লবণ কিনেছে। উপজেলার কিছু ইউনিয়নের বাজারগুলোতে ১৫ টাকা কেজির লবণ ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুপুরের পর থেকে বাজারে ভুয়া গুজবের খবরটি সঠিক নয় বলে সাধারণ জনগণ মাঝে স্বস্তি ফিরে আসে। উপজেলা প্রশাসন উপজেলা শহরের মাইকিং করে লবণের দাম বৃদ্ধির খবরটি ভুয়া গুজব বলে প্রচার করে জনসাধারণকে সচেতন করে তুলেছে।