কোন ধরনের ঘোষণা ছাড়াই সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা আটটি রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করছে পরিবহণ শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে এই কর্মবিরতি শুরু করা হয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। নথুল্লবাদ বাস টার্মিনাল থেকে ঢাকার যাত্রী সুমন বলেন, সোমবার ঢাকা থেকে বরিশালে এসেছি। এখন ঢাকা যাবো ষ্ট্রেশনে এসে দেখি বাস চলাচল করছে না। বাস শ্রমিকরা বলেন, কোন চালকরাই ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায় না। বর্তমানে কার্যকর করা এই সড়ক আইন তাদের কর্মক্ষেত্রের পরিপন্থী। এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।