বরিশালের উজিরপুরে এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকেল ৫টায় ধামুরা বন্দর সংলগ্ন কালাম সিকদারের স-মিলের উত্তর পার্শ্বে ঝোপের মধ্যে অজ্ঞাত এক নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ শিশির কুমার পাল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছি। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।