বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের ঝুলন্তলাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের এনসার সরদারের নববিবাহিতা ছেলে রফিউল সরদার (২২) পরিবারের সাথে ঝগড়া করে সোমবার রাতে ঘরের পাশে গাব গাছের সাথে গামছা দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন মঙ্গলবার সকালে দেখে পুলিশকে সংবাদ দিলে এসআই তৈয়বুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ পোস্টমর্টেমের জন্য মঙ্গলবার দুপুরে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবার থেকে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।