রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন বালিয়াকান্দির এস.আই অংকুর কুমার ভট্টাচার্য্য।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রদত্ত রাজবাড়ী জেলার শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে তাকে এই সম্মাননা দেয়া হয়।
সোমবার রাজবাড়ী জেলা পুলিশের মাসিক সভায় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারের ক্রেস্ট ও সাটিফিকেট বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্যরে হাতে তুলে দেন রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার)। এ সময় বালিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ একেএম আজমল হুদা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকেই ক্লু-লেজ ডাকাতি মামলা, ক্লু লেজ হত্যা, মাদক ব্যবসায়ী আটক, ওয়ারেন্ট তামিল, কমিউনিটি পুলিশিং জোড়দারকরণসহ অপরাধ নির্মূলে নিরলস ভাবে কাজ করে আসছেন।
বালিয়াকান্দি থানার এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বৃদ্ধি করেছে। স্যারদের অনুপ্রেরণা এবং তাদের দিক নির্দেশনায় আমি এভাবে কাজ করে যেতে চাই।