পিরোজপুরের নাজিরপুর উপজেলার লেপ তোষকের দোকান গুলোতে শীতের আগমনে ধুনকারদের কর্মব্যাস্ততা বেড়ে গেছে। নাজিরপুর উপজেলা সদরে ৪টি, শ্রীরামকাঠী বন্দরে ৪টি, গাওখালী বাজারে ৩টি, বৈঠাকাঠা ৪টি, বাবুরহাট ২টি, দিঘীরজান ২টি, মাটিভাঙ্গা ৩টি, তারাবুনিয়া ১টি ও সাতকাছেমিয়া বাজারে ১টি দোকান রয়েছে। তাছাড়া ভ্রাম্যমান বিক্রেতাও রয়েছে। চলতি শীত মৌসুম আসতে না আসতেই প্রতিদিন দোকানে ক্রেতাদের ভীর বেরে চলছে। দোকানদারদের কাজের চাপ আগের চেয়ে কয়েক গুন বেড়েছে। গত ৮-৯-১০ নভেম্বর বুলবুল এর কারণে তিনদিন ধরে সকাল সন্ধ্যা বর্ষা শেষে শীতের আগমন বার্তার সঙ্গে সঙ্গে লেপ তোষকের চাহিদা অনেকটা দ্ররুত বেরেছে বলে দোকানদাররা জানান। দোকানীদের সাথে কাঁথা বলে জানা গেছে, বর্তমানে প্রতিদিন ক্রেতাদের কাছ থেকে লেপ তোষকের অর্ডার পাওয়া যাচ্ছে। অর্ডারকৃত লেপ তোষক ও জাজিম তৈয়ারির জন্য দোকানদাররা দৈনিক ১৮ ঘন্টা কাজ শুরু করছে। গত দিন নাজিরপুর বডিং ষ্টোরের মালিক মোঃ হযরত আলী ৫টি লেপ ও ৪টি তোষক তৈরীর অর্ডার পেয়েছে বলে জানায়। জানা গেছে, প্রতিটি লেপ ৬০০ থেকে ১০০০ টাকায় অর্ডার নিয়েছে। আসছে অর্থপার্জনের প্রকৃত মৌসুম। শীতকাল ছাড়া কেউ লেপ তোষকের দোকানে খুব একটা আসে না। দোকানদাররা জানান, সাধারণভাবে একটি লেপ তৈরি করতে কমপক্ষে ৫০০ থেকে ১০০০ টাকা, তোষক তৈরি করলে ৮০০ থেকে ১২০০ টাকা ব্যায় হয়। জাজিম তৈরি করতে লাগে ২৫ শত টাকা থেকে ৩ হাজার টাকা। তবে ভালো কাপড় ও তুলা দিয়ে লেপ বা তোষক তৈরি করলে দাম আরো অনেক বেশি পড়ে। নাজিরপুর সদরের দোকান মালিক মোঃ হযরত আলী দীর্ঘ ১১ বছর ধরে লেপ তোষকের ব্যাবসা করছেন। তিনি বলেন, সারা বছরের মধ্যে ৩ মাস তাদের ভালো কাজ হয়। তবে গরমের দিনে আয় কমে যায়। তখন তাদের মূল পুজিঁ খরচ করে সংসার চালাতে হয়। একই কথা বলেন আরো অনেকে। নাজিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে এ পেশার সঙ্গে জরিত রয়েছে ১৫০ থেকে ২৫০ জন নারী পুরুষ। তারা কেউ সেলাই, কেউ কাপড় বিক্র, কেউ তুলা বিক্রি, তুলা ছাটাই, আবার কেউ কেউ বেচা-কেনায় জড়িত রয়েছে। এ রকমেরই কয়েকজন নারী আমেনা(৫৫), রাজিয়া(২৯), আছিয়া(৪৫), ময়না(৩৫) বলেন, এ কাজ করতে তাদের কোন প্রকারের সমস্যায় পড়তে হয় না। তবে কেউ কেউ আগের দিনের তুলনায় লেপ তোষক তৈরির উপকরনের দাম বৃদ্ধির ফলে খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় পোষাতে না পেরে অন্য পেশায় চলে গেছে।